preloader_image

ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর কবীর স্যারের সাথে সরাসরি দেখা করতে চাই/ সিরিয়াল দিতে চাই……

 

স্যার/ম্যাম,আপনি যদি রোগী হিসেবে ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর কবীর স্যারের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চান তাহলে প্রথমেই আমাদের এখানে ফ্রি জেনারেল কাউন্সেলিং সেশনে অংশগ্রহন করতে হবে।
এই সেশনটি স্যারের তত্বাবধানে পরিচালিত হয়। এই সেশনে যোগদান করে আপনি বিনামূল্যে পরামর্শ সেবা নিতে পারবেন,
এই সময় আপনার সমস্ত শারীরিক সমস্যা জেনে পর্যালোচনার মাধ্যমে প্রয়োজন সাপেক্ষে স্যারের ব্যক্তিগত সাক্ষাতের জন্য তালিকাভুক্ত করা হবে অর্থ্যাত সিরিয়াল দেওয়া হবে।

 

ফ্রি জেনারেল কাউন্সেলিং আসলে কি?

এ যাবতকালে Health Revolution এ আমরা যত সেবা প্রদান করেছি তার সবগুলোর সম্বনয়ে সাজানো হয়েছে ফ্রি জেনারেল কাউন্সেলিং সেশন। কয়েক ঘন্টার এই কাউন্সিলিং সেশনের মাধ্যমে আমরা এই সেবাটি প্রদান করছি যা সরাসরি স্যারের তত্বাবধানে পরিচালিত হয় এবং যা সম্পূর্ণ ফ্রি। সেখানে ডাঃ মুহম্মদ জাহাঙ্গীর কবীর স্যার সহ অন্যান্য ডাক্তারগণ উপস্থিত থাকবেন। স্যার/ম্যাম আপনি জেনে খুশি হবেন যে, ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর কবীর স্যারের উদ্দেশ্য “ ঔষধ ছাড়া শুধুমাত্র জীবন পদ্ধতির পরিবর্তন করে কীভাবে সুস্থ থাকা যায়।”এই সম্পর্কেই কাউন্সিলিংয়ে আলোকপাত করা হবে। যেখানে রোগের সম্ভাবনা, উৎস, কারণ, প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কিত সকল ব্যাখ্যা প্রদান করা হবে এবং জেকে লাইফস্টাইল কিভাবে অনুসরন করবেন তার পরিপূর্ণ গাইডলাইন দেওয়া হবে। সব শেষে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি আপনার দ্বিধা দূর করতে পারবেন। অর্থ্যাত এই ফ্রি কাউন্সেলিং সেশনটি কয়েকটি ধাপে পরিচালিত হয়। এই সেশনে আপনি যা যা সেবা পাবেন তা হলঃ

 

• প্রি-কাউন্সেলিং পর্বঃ-

অংশগ্রহনকারী প্রত্যেকের শারীরিক অসুবিধা ও চিকিৎসা বৃত্তান্ত লিখিতাকারে লিপিবদ্ধ করা হবে।

 

• সম্মিলিত কাউন্সেলিং পর্বঃ-

এই পর্যায়টি সকলের সম্মিলিত উপস্থিতিতে জেকে লাইফস্টাইলের পুরো গাইডলাইনের প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন আমাদের সকলের প্রিয় সম্মানিত ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর কবীর স্যার সেই সাথে সকলের উদ্দ্যেশে অতন্ত গুরুত্বপূর্ন পরামর্শ দিবেন।

 

• ব্যক্তিগত কাউন্সেলিং পর্বঃ-

এই পর্যায়ে একজন দক্ষ ডাক্তার ব্যক্তিগতভাবে অংশগ্রহনকারী প্রত্যেকের শারীরিক অসুবিধা ও চিকিৎসা বৃত্তান্ত জেনে ও মেডিকেল রিপোর্ট দেখে বিশেষ পরামর্শ দিবেন। আর যদি চিকিৎসক মনে করেন আপনার সরাসরি স্যারের পরামর্শ নেওয়া জরুরী তাহলে সিরিয়ালের আবেদন করে দিবেন।

 

• পোস্ট-কাউন্সেলিং পর্বঃ-

দক্ষ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার পর ডাক্তারের একজন সহযোগী আপনি জেকে লাইফস্টাইল এর গাইডলাইনের প্রতিটা বিষয় কিভাবে অনুসরণ করবেন তা বুঝিয়ে দিবেন।

 

• সেশন পরবর্তী সেবাঃ-

ফ্রি কাউন্সেলিং সেবা নিয়ে আপনি যখন বাস্তব জীবনে মেনে চলবেন সে সময় যদি কোন অসুবিধা বা দ্বিধার সম্মুখীন হন তাহলে আমাদের এখানে সরাসরি এসে এই বিষয়ে পরামর্শ নিতে পারবেন তাও সম্পূর্ন ফ্রিতে। এই পর্যায়ে এসেও আপনার শারীরিক জটিলতা পর্যালোচনা করে বিশেষ বিবেচনাপূর্বক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর স্যারের সাথে সরাসরি সিরিয়ালের ব্যবস্থা করে দেওয়া হবে।

 

ফ্রি জেনারেল কাউন্সেলিং এ আসতে আপনার করনীয় কি?

• এই সেশনে আসতে প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে, আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে অথবা সরাসরি এসে রেজিস্ট্রেশন করতে পারবেন।
• আমাদের ফ্রি জেনারেল কাউন্সেলিং সেশনটি মুলত আপনাদের সেবায় একটি স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক প্রোগ্রাম। পুরো প্রোগ্রামটি সম্পন্ন করতে বেশ দীর্ঘ সময় লাগে তাই আপনার হাতে অন্তত কয়েক ঘন্টা সময় নিয়ে আসতে হবে এবং ধৈর্য্য ধরে মনোযোগ দিয়ে বসতে হবে।
• আপনি যদি জেকে লাইফস্টাইলের পরামর্শ সেবা নেওয়ার পাশাপাশি আপনার বর্ত্মান শারীরিক অবস্থা যাচাই করতে চান তাহলে অবশ্যই ১২-১৪ ঘন্টা খালি পেটে থেকে আসতে হবে। এই ১২-১৪ ঘন্টার মধ্যে শুধুমাত্র পানি ছাড়া অন্য কিছু খাবেন না। যাদের ডায়বেটিস আছে তারা ডায়বেটিস এর ঔষধ বা ইনসুলিন গ্রহন করবেন না।

 

ফ্রি জেনারেল কাউন্সেলিং এর সুবিধা ও গুরুত্ব

• স্যার/ম্যাম,আপনি হয়তো আমাদের ফ্রি কাউন্সেলিং সেশনের ব্যাপারে অবগত হওয়ার পরেও ভাবছেন ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর কবীর স্যারকে সরাসরিই দেখাতে চান।
স্যারের প্রতি আপনাদের এমন গভীর ভালবাসায় স্যার ভিষন খুশি হন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝবেন যেহেতু স্যার প্রত্যেক রোগীকে বেশ সময় নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তাই একদিনে বেশি রোগী দেখা সম্ভব হয় না।
অন্যদিকে ফ্রি জেনারেল কাউন্সেলিং সেশনে একই সময়ে অনেক রোগীর উদ্দ্যেশে স্যার কথা বলতে পারেন।
সুতরাং আপনারাও ব্যক্তিগত এপয়েন্টমেন্ট এর চেয়ে বেশি সময় পাবেন আর স্যারও একই সময়ে অনেকজনকে পরামর্শ দিতে পারবেন।
এর পরেও যদি আপনার শারীরিক জটিলতা বেশি ধরা পরে তাহলে বিশেষ বিবেচনায় আপনি স্যারের ব্যক্তিগত তত্বাবধানে চিকিৎসা পাবেন।
সুতরাং এক নজরে দেখে নেই ফ্রি জেনারেল কাউন্সেলিং এ যোগদান করে কিভাবে জেকে লাইফস্টাইলের পথচলা বেশি সহজ ও কার্যকরী করা যায়
• পর্যাপ্ত সময় নিয়ে বিস্তারিতভাবে জেকে লাইফস্টাইল বুঝতে পারবেন
• আপনার বর্তমান শারীরিক অবস্থার চিত্র স্পষ্ট করে বুঝে নিতে পারবেন
• আপনার শারিরীক অবস্থা অনুযায়ী বিশেষ পরামর্শ পাবেন।
• প্রশ্নোত্তরের মাধ্যমে আপনার দ্বিধা দূর করতে পারবেন
• সময়ের সঠিক ব্যবহার করে একসাথে অনেক মানুষ উপকৃত হতে পারবেন।
• পুরো পরামর্শ সেবাটি আপনি গ্রহন করতে পারবেন বিনামূল্যে।
• পরবর্তীতে সহজেই Follow-up এ এসে প্রয়োজনীয় পরামর্শ সেবা নিতে পারবেন সেটিও বিনামূল্যে।

Emergency Number

09678242404

Contact Us

JK Lifestyle LTD. 29/31 Noor Tower, Road- 1, Sector- 2, Block-D, Aftabnagar, Badda, Dhaka, Bangladesh